বাংলাদেশ থেকে কাঁচা পাট রফতানি করতে এখন থেকে সরকারের অনুমতি নিতে হবে। বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে নতুন পরিপত্র জারি করেছে।
বিদ্যমান রফতানি নীতি ২০২৪-২০২৭ অনুযায়ী পণ্য রফতানির একটি শর্তসাপেক্ষ তালিকা রয়েছে। এতে এতদিন কাঁচা পাট অন্তর্ভুক্ত ছিল না। নতুন পরিপত্রে শর্তযুক্ত পণ্য তালিকার ১৯ নম্বর ক্রমিকে কাঁচা পাটকে যুক্ত করা হয়েছে।
বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন গত ২৫ আগস্ট বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের কাছে যৌথভাবে আবেদন করলে সরকারের এই সিদ্ধান্ত নেওয়া হয়। আবেদনে বলা হয়, পাটের ভরা মৌসুমে প্রতি মণ পাটের দাম ৩,৮০০ থেকে ৪,০০০ টাকা, যা আগের বছরে সর্বোচ্চ ৩,২০০ টাকার বেশি ছিল না।
পাটশিল্পে কাঁচা পাট মূল কাঁচামাল হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রফতানি সীমিত না হলে কারখানাগুলো ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত কার্যক্রম স্বাভাবিক রাখতে সমস্যায় পড়ে। মধ্যস্বত্বভোগীরা এই সুযোগে অতিরিক্ত লাভও করে।
উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ থেকে ১০ লাখ বেল কাঁচা পাট রফতানি হয়েছে।
