বলিউডে পা রাখলেন আরিফিন শুভ প্রকাশ পেল প্রথম ঝলক

বলিউডে পা রাখলেন আরিফিন শুভ প্রকাশ পেল প্রথম ঝলক

বিনোদন

কলকাতার জনপ্রিয় নির্মাতা সৌমিক সেনের নতুন ওয়েব সিরিজে মুক্তিযুদ্ধের গল্পে অভিনয় করছেন ঢাকাই সিনেমার তারকা আরিফিন শুভ। সম্প্রতি প্রকাশিত সিরিজের প্রথম ঝলকে দেখা গেছে তাকে ১৯৭০-এর দশকের রেট্রো লুকে—ধূসর স্যুট, সাদা স্যুট এবং পাঞ্জাবিতে।

ভারতের জনপ্রিয় প্ল্যাটফর্ম সনি লিভ সিরিজটির ঝলক প্রকাশ করেছে। এই সিরিজে শুভ ছাড়াও ভারতের টলিউড ও বলিউডের পরিচিত মুখ যেমন সৌরসেনি মিত্রা যুক্ত রয়েছেন। রেট্রো স্টাইলের সেটে পুরো শুটিং সম্পন্ন হয়েছে, যা দর্শককে ৭০-এর দশকে ফিরিয়ে নিয়ে যাবে।

শুভের লুক প্রকাশের পর দর্শক ও ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। সিরিজটি শুধু মুক্তিযুদ্ধের গল্প নয়, বরং শুভর নতুন রূপও দর্শকদের জন্য বড় চমক হিসেবে থাকবে।