চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ঘিরে ভক্তদের কৌতূহল শেষ হয় না। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ভক্তরা প্রায়ই তার চেহারার মিল খুঁজে পান বলিউড ও দক্ষিণী নায়িকাদের সঙ্গে।
অপু বিশ্বাস বলেন, “মেকআপ ছাড়া দেখা হলে ভক্তরা আমাকে তামান্না ভাটিয়ার সঙ্গে তুলনা করেন। আবার কখনো শুকিয়ে গেলে কিয়ারা আদভানি মনে হয়। অনেক সময় সারা আলী খানকেও মিল খুঁজে পান অনেকে।”
শুধু ভক্তরাই নয়, চিত্রনায়িকা মিষ্টি জান্নাতও মনে করেন অপু বিশ্বাস তামান্না ভাটিয়ার মতো। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুকে মিষ্টি জান্নাত একটি ফটোকার্ড শেয়ার করেন, যেখানে তিনি লিখেছেন, “অপু বিশ্বাস দিদি, তুমি দেখতে তামান্না ভাটিয়ার মতো।”
এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে পৌঁছেছে। ভক্তরা মিষ্টি জান্নাতের সঙ্গে সহমত প্রকাশ করেছেন, আবার কেউ কেউ ঠাট্টাও করেছেন। বিষয়টি আরও আলোচনার জন্ম দিয়েছে, কারণ মিষ্টি জান্নাতের সঙ্গে অপু বিশ্বাসের প্রাক্তন শাকিব খানকেও একাধিকবার সংবাদ শিরোনামে সংযুক্ত করা হয়েছে।
অপরদিকে, মিষ্টি জান্নাতের ক্যারিয়ারও সাফল্যমণ্ডিত। ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে। এরপর তিনি ‘তুই আমার রানী’, ‘আমার প্রেম তুমি’, ‘চিনিবিবি’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসকও। গত বছর শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জন প্রকাশিত হলেও সংবাদ সম্মেলনে মিষ্টি জানিয়েছিলেন, তা শুধুমাত্র গুজব।
