দুপুরে দাওয়াত দিয়ে খাওয়ালেন ওসি সকালে গ্রে'প্তা'র যুবলীগ নেতা

দুপুরে দাওয়াত দিয়ে খাওয়ালেন ওসি সকালে গ্রে’প্তা’র যুবলীগ নেতা

দেশ জুড়ে

শরীয়তপুরের জাজিরায় পুলিশের মাসিক ভোজসভা ঘিরে শুরু হয়েছে সমালোচনা। পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিম আয়োজিত ভোজসভায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগের স্থানীয় সভাপতি মোক্তার বেপারীকে দাওয়াত দিয়ে খাওয়ানোর পরপরই তাকে গ্রেপ্তার দেখানো হয়।

শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নাওডোবার কালু বেপারী কান্দির নিজ বাসা থেকে মোক্তার বেপারীকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি পারভেজ আহমেদ সেলিম।

এর আগে শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে থানার ভেতরে অনুষ্ঠিত মাসিক ভোজসভায় মোক্তার বেপারীকে টেবিলে বসানো হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই স্থানীয়ভাবে সমালোচনার ঝড় ওঠে। কয়েক ঘণ্টার মধ্যেই ওসি মোক্তারকে গ্রেপ্তার দেখান।

ওসি পারভেজ আহমেদ সেলিম বলেন, “ভোজসভায় তিনি নাওডোবা বাজার কমিটির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। পরে জানতে পারি তিনি যুবলীগ নেতা। সার্কেল স্যারের নির্দেশে রাতেই তাকে গ্রেপ্তার করা হয় এবং শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।”

শরীয়তপুর জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম জানিয়েছেন, “ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। ওসি যদি কোনো অনিয়ম করে থাকেন, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”