ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নি'হ'ত ১০ জন আ'হ'ত

ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নি’হ’ত ১০ জন আ’হ’ত

দেশ জুড়ে

ময়মনসিংহের ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১০ জন। দুর্ঘটনাটি শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোরাডোবায় ঘটে।

পুলিশ জানায়, দুর্ঘটনাস্থল তাসরিফ কটন মিলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সংস্কারের কাজ চলায় এক লেনেই যান চলাচল করছিল। সকাল ৮টার দিকে ঢাকাগামী শ্যামলী ও আয়ান পরিবহণের দুটি বাস মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। তবে তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

গুরুতর আহত দশজনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত দুইটি বাস জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।