লন্ডনের সোয়াস ইউনিভার্সিটিতে ‘জুলাই আপ্রাইজিং কনভারসেশন’ সেমিনার শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করা হয়েছে। কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের কিছু নেতাকর্মী হাইকমিশনের গাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। তবে মাহফুজ আলম অন্য গাড়িতে নিরাপদে সভাস্থল ত্যাগ করেন বলে জানানো হয়েছে।
উক্ত সেমিনার শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ইউনিভার্সিটির খালিলি লেকচার থিয়েটারে অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় বিকেল ৪টায় শুরু হওয়া অনুষ্ঠানে উপদেষ্টা নির্ধারিত সময়েই উপস্থিত হন। অনুষ্ঠান চলাকালীন বিশ্ববিদ্যালয়ের বাইরে বিক্ষোভ শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোয়াস কর্তৃপক্ষ ও বাড়তি পুলিশি নিরাপত্তার কারণে মাহফুজ আলম এবং হাইকমিশনের কর্মকর্তারা নিরাপদে ভিতরে প্রবেশ করতে পারেন।
অনুষ্ঠানের শেষে পার্কিংয়ে থাকা গাড়িতে প্রথমে ডিম নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা। পরে সন্ধ্যা ৭টার দিকে হাইকমিশনের গাড়ি বের হলে কয়েকজন গাড়ির সামনে শুয়ে পড়ে হামলার চেষ্টা করেন। পুলিশ হস্তক্ষেপে হামলার চেষ্টা ব্যর্থ হয়। হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গাড়িতে মাহফুজ আলম উপস্থিত ছিলেন না।
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি ফেসবুকে বলেন, “আজকে হয়তো মাহফুজ আলম, আগামীকাল আপনি বা আমি। আওয়ামী লীগের এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানাই।”
