“জুলাই সনদ বাস্তবায়ন ব্যর্থ, এনসিপি কঠোর হুঁশিয়ারি”

“জুলাই সনদ বাস্তবায়ন ব্যর্থ, এনসিপি কঠোর হুঁশিয়ারি”

জাতীয়

জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়ন করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা করেছে। তবে এখনো দলগুলো মতৈক্যে পৌঁছাতে পারেনি। আলোচনা চলাকালীন কিছু সময় অভ্যুত্থানের অংশীজনদের সঙ্গে বাকযুদ্ধও হয়েছে।

বিএনপি, জামায়াত, এনসিপিসহ সকল রাজনৈতিক দল ইতিমধ্যেই জুলাই সনদের খসড়া কমিশনে জমা দিয়েছে, যার ফলে দাবি ও বিরোধ আরও দৃশ্যমান হয়েছে।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আগে জানিয়েছিলেন, জুলাই সনদ বাস্তবায়ন করেই দল নির্বাচনে অংশ নেবে। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “প্রায় সব দল উচ্চকক্ষে প্রতিনিধির বিষয় নিয়ে আলোচনা করছে, তবে বিএনপি ও কয়েকটি দল তা চাচ্ছে না। দ্বিতীয় দফার বৈঠকে ২০টির মধ্যে ৭টি বিষয়ে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে।”

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “জুলাই সনদের স্থায়িত্ব ও সাংবিধানিক ভিত্তির জন্য আগামী নির্বাচন গণপরিষদ নির্বাচন হতে হবে। বিএনপি সনদকে রাজনৈতিক সমঝোতার মধ্যে রাখতে চাচ্ছে।”

এনসিপি দল সনদকে আইনি ভিত্তি ও সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবিতে অনড়। আখতার হোসেন বলেন, “বিএনপির সদিচ্ছা থাকলে এখন থেকেই জুলাই সনদ কার্যকর করা সম্ভব। না হলে এটি হবে জাতির সঙ্গে প্রতারণা।”

আরিফুল ইসলাম আদীব যোগ করেন, “বেশিরভাগ বিষয়ে বিএনপি একমত হয়েছে। সনদকে আইনি ভিত্তি দিয়ে নির্বাচন আয়োজন জরুরি। বাস্তবায়ন না হলে কঠোর পদক্ষেপ নিতে হবে।”

এনসিপি নেতারা আরও বলেন, নব্বইয়ের তিন-দলীয় রূপরেখা বাস্তবায়ন না হওয়ায় জনগণ হতাশ হয়েছে। সেই ভুল পুনরাবৃত্তি রোধ করতে জুলাই সনদ বাস্তবায়ন অপরিহার্য।