অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য, কারো চাকরি করার জন্য নয়।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ড. ইউনূস বলেন, “মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য। কাজেই প্রত্যেককে সেই সুযোগ দিতে হবে। এখনকার প্রজন্ম প্রযুক্তি ব্যবহার করে নানা ক্ষেত্রে উদ্যোক্তা হয়ে উঠছে, এবং এতে বিশ্ব বাজারের সঙ্গে সরাসরি সংযুক্ত হচ্ছে।”
তিনি আরও জানান, নতুন প্রজন্ম ৮০–এর দশকের তরুণদের মতো নয়; তারা অনেক অগ্রসর ও সক্ষম। কয়েক লাখ তরুণ উদ্যোক্তা ও বিনিয়োগকারী ইতোমধ্যেই তৈরি হয়েছে। তবে উদ্যোক্তাদের জন্য আইনকানুন আরও সহজ ও হালনাগাদ করার প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
পিকেএসএফ–এর প্রতিষ্ঠার স্মৃতিচারণ করে প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বব্যাংক থেকে ২০ কোটি টাকার ফান্ড দিয়েই যাত্রা শুরু হয়েছিল। সেই অর্থকেই কেন্দ্র করে আজকের এই বৃহৎ প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তিনি বিশ্বাস করেন, সঠিকভাবে ফাইন্যান্সিয়াল সিস্টেম গড়ে তোলা গেলে দারিদ্র্য নিরসনের পাশাপাশি মানুষকে প্রকৃত উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
