মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স প্রধানের সঙ্গে নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স প্রধানের সঙ্গে নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

জাতীয়

নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে নৌবাহিনী সদরদফতরে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমি-র সঙ্গে সাক্ষাৎ করেন।

আলোচনায় দুই দেশের মধ্যে পেশাগত ও সামরিক প্রশিক্ষণ, পারস্পারিক সহায়তা এবং সশস্ত্র বাহিনীর সম্পর্ক জোরদারকরণ নিয়ে ফলপ্রসু আলাপ হয়।

সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স ও হাইকমিশনের প্রতিনিধিদল এবং নৌ ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা। এর আগে, মেজর জেনারেল হিলমি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার গ্রহণ করেন।

মালদ্বীপ প্রতিনিধি দল বাংলাদেশ সেনা ও বিমানবাহিনী প্রধানের সাথেও সাক্ষাৎ করেছেন। তারা ন্যাশনাল ডিফেন্স কলেজ, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি ও বাংলাদেশ নেভাল একাডেমি পরিদর্শন করবেন। তিনদিনের সফর শেষে ১৭ সেপ্টেম্বর ঢাকায় সফর শেষ করবেন তারা।