রুমিন ফারহানা: সরকার মবকে আশ্রয় দিচ্ছে ফলে অপরাধ ও ব্রেইন ড্রেন বাড়ছে

রুমিন ফারহানা: সরকার মবকে আশ্রয় দিচ্ছে ফলে অপরাধ ও ব্রেইন ড্রেন বাড়ছে

গণমাধ্যম

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, দেশে মব (দলীয় বা অনিয়ন্ত্রিত শক্তি) বাড়ছে এবং তার পেছনে সরকারের মদত রয়েছে। একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে তিনি বলেন, গত ৩৬৫ দিনে প্রায় ৩৭০-৩৮০টি মব হয়েছে, যা বিনিয়োগ ও মানুষের স্থায়ী বসবাসে বাধা দিচ্ছে।

রুমিন আরো বলেন, গত ৪০ বছরে বাংলাদেশে ব্যাপক ব্রেইন ড্রেন হয়েছে; শিক্ষিত তরুণরা দেশের বাইরে স্থায়ীভাবে বসত গড়ছেন, এবং যারা দেশে রয়েছেন তাদেরও প্রস্থান করার মানসিকতা বাড়ছে। তিনি দাবি করেন, বর্তমান সরকার “অভ্যন্তরীণভাবে মবটি থাকতে চায়”—কারণ মব দিয়ে তারা সুবিধামতো চাপ সৃষ্টি করে উদ্দেশ্যমূলক কাজ করাতে পারে।

রুমিন ফারহানা বলেন, মব রুখতে নির্বাচিত ও জবাবদিহিতামূলক সরকার প্রয়োজন, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধীদের পরিচয় চেনা ও শক্তভাবে জড়তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সঠিকভাবে আইন প্রয়োগ হলে দেশের পরিস্থিতির দ্রুত বদল ঘটবে।