অবৈধ অ'স্ত্রে'র অনুপ্রবেশ ঠেকাতে টোল ফ্রি নম্বর চালু করল বিজিবি

অবৈধ অ’স্ত্রে’র অনুপ্রবেশ ঠেকাতে টোল ফ্রি নম্বর চালু করল বিজিবি

জাতীয়

বাংলাদেশে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশ ঠেকাতে তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এজন্য চালু করা হয়েছে একটি টোল ফ্রি নম্বর: ০১৭৬৯৬০০৫৫৫।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্ত্র চোরাচালান প্রতিরোধে জনগণের সহযোগিতা জরুরি। অসাধু চক্র দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশ করানোর চেষ্টা করছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রোধে মাঠপর্যায়ে গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।

বিজিবির তথ্যমতে, গত ৩ মাসে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন অভিযানে জব্দ করা হয়েছে—

  • ১৬টি দেশি-বিদেশি পিস্তল

  • ২টি রিভলবার

  • ২টি এসএমজি

  • ৫টি রাইফেল

  • ১৬টি দেশীয় বন্দুক

  • ৩টি শর্টগান

  • ৩টি মর্টার শেল

  • ৮টি হ্যান্ড গ্রেনেড

  • ২৭টি অন্যান্য অস্ত্র

  • ২১টি ম্যাগাজিন

  • ১০০৩ রাউন্ড গুলি

বিজিবি বলেছে, জনগণের সহযোগিতা ছাড়া অস্ত্র চোরাচালান রোধ করা সম্ভব নয়। তাই সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র সংক্রান্ত যেকোনো তথ্য জানাতে টোল ফ্রি নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।