আমি বুড়িমা নই সংবাদমাধ্যমের শিরোনাম নিয়ে খেপলেন অভিনেত্রী স্বস্তিকা

আমি বুড়িমা নই সংবাদমাধ্যমের শিরোনাম নিয়ে খেপলেন অভিনেত্রী স্বস্তিকা

বিনোদন

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (৪৪) ভক্তদের মধ্যে এখনও তুমুল জনপ্রিয়। স্পষ্ট ও ঠোঁটকাটা বক্তব্যের জন্য খ্যাত এই অভিনেত্রী এবার ক্ষোভ প্রকাশ করেছেন সংবাদমাধ্যমের হেডলাইন নিয়ে।

সম্প্রতি তার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত পোস্টে তিনি লিখেছেন, “কোনো দিন একটি স্বাভাবিক হেডলাইন দেখলাম না। সাধারণ কথা বললেই ‘ফেটে পড়লেন স্বস্তিকা’, ‘গর্জে উঠলেন স্বস্তিকা’, ‘বোমা ফাটালেন স্বস্তিকা’, ‘বিস্ফোরণ ঘটালেন স্বস্তিকা’—এ ধরনের শব্দ ব্যবহার করা হয়। আমার নাম স্বস্তিকা মুখোপাধ্যায়, এবং আমি বুড়িমা নই।”

তার এই খোলাখুলা পোস্ট দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং ভক্তরা কমেন্টে সমর্থন ও প্রশংসা জানিয়েছেন। কেউ মজার ছলে বলেছেন, “এটা একেবারে সেরা”, আবার কেউ লিখেছেন, “দিদি, তুমি সত্যিই বম্বশেল।”

এর আগে এক সাক্ষাৎকারেও স্বস্তিকা একই আক্ষেপ ব্যক্ত করেছিলেন। তিনি বলেছিলেন, “আমি যদি গাজা নিয়ে সাধারণ মন্তব্য করি, সংবাদপত্রে লেখা হয় ‘গাজা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন স্বস্তিকা’। অথচ সত্যিকারের বিস্ফোরণ তো সেখানে ঘটে, আর সাংবাদিকরা সুবিধার জন্য এসব ‘বিস্ফোরক’ বা ‘বিতর্ক’ শব্দ ব্যবহার করেন।”স্বস্তিকার মতে, তার কথাগুলো মোটেও অসাধারণ নয়, বরং সাধারণ ও সরল।