ড. মুহাম্মদ ইউনূস: সব ধর্মের মানুষের সমান মর্যাদা নিশ্চিত করতে হবে

ড. মুহাম্মদ ইউনূস: সব ধর্মের মানুষের সমান মর্যাদা নিশ্চিত করতে হবে

জাতীয়

জাতিকে শক্তিশালী করতে হলে সব ধর্মের মানুষকে একত্রে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, কোনো ধর্মকে আলাদা করে দেখা যাবে না এবং রাষ্ট্রকে সব ধর্মকে সমান মর্যাদা দিতে বাধ্য থাকতে হবে। বিভক্ত হলে জাতি ব্যর্থ হবে, কিন্তু আমরা ব্যর্থ হতে চাই না।

ড. ইউনূস মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় সভায় বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সব নাগরিকের অধিকার সমান হবে। কেউ সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু হিসেবে পরিচিত হবে না, সবাই হবে সমান মর্যাদার নাগরিক।”

তিনি আরও উল্লেখ করেন, রাষ্ট্র কোনো নাগরিককে ধর্ম, পরিচয় বা বিশ্বাসের ভিত্তিতে বৈষম্য করবে না। নিরাপত্তা বাহিনীর সীমাবদ্ধতার মধ্যে নয়, আমরা চাই সবাই স্বাধীনভাবে নিজের ধর্ম পালন করতে পারুক।

মন্দির পরিদর্শনকালে ড. ইউনূস দুর্গাপূজার প্রস্তুতি, মন্দিরের সার্বিক অবস্থা এবং ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ প্রকাশ করেন।