পরিবেশ রক্ষায় সরকারের পাশাপাশি ব্যক্তিরও দায়িত্ব: উপদেষ্টা রিজওয়ানা হাসান

পরিবেশ রক্ষায় সরকারের পাশাপাশি ব্যক্তিরও দায়িত্ব: উপদেষ্টা রিজওয়ানা হাসান

জাতীয়

পরিবেশ সুরক্ষায় শুধু সরকারের নয়, ব্যক্তিরও দায়-দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, “সরকারের সমালোচনা করার পাশাপাশি নিজেদেরও পরিবর্তন করতে হবে। শুধু সমালোচনা ও সন্দেহ দিয়ে ইতিবাচক কিছু পাওয়া সম্ভব নয়, দেশকেও এগিয়ে নেওয়া যাবে না।”

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীতে বিশ্ব ওজোন দিবস-২০২৫ উপলক্ষে পরিবেশ অধিদপ্তরের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, “সরকার বন রক্ষা করবে, তবে পরিবেশ সুরক্ষার কিছু বিষয় ব্যক্তির ইচ্ছার ওপর নির্ভরশীল। যেমন—কতক্ষণ এসি ব্যবহার করবেন, ঘর কতটা পরিবেশবান্ধব করবেন, ভেন্টিলেশনের ব্যবস্থা রাখবেন কি না—এসব দায়িত্ব আমাদের নিজেদেরই নিতে হবে।”

তিনি আরও বলেন, “ওজোন স্তর রক্ষায় উন্নত দেশগুলো সচেতনতা তৈরি ও আর্থিক সহায়তা দিলেও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তারা তেমন উদ্যোগ নেয় না। কারণ, ওজোন স্তরের ক্ষতি তাদের সরাসরি প্রভাবিত করলেও জলবায়ু পরিবর্তনের ক্ষতি তারা ততটা ভোগ করবে না বলে মনে করে।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান। এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব নাভিদ শফিউল্লাহ এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মহিউদ্দিন মাহী।