বিসিএস পরীক্ষার্থীদের স্বার্থে জামায়াতে ইসলামী কর্মসূচি পরিবর্তন করলো

বিসিএস পরীক্ষার্থীদের স্বার্থে জামায়াতে ইসলামী কর্মসূচি পরিবর্তন করলো

রাজনীতি

বিসিএস পরীক্ষার্থীদের স্বার্থে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচ দফা দাবিতে ঘোষিত কর্মসূচির সময় পরিবর্তন করেছে। দলটি আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকালের পরিবর্তে বিকেলে বিক্ষোভ করবে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামী অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিএস পরীক্ষার্থীদের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরীক্ষা নিশ্চিত করার জন্য সকালের কর্মসূচি বিকেলে স্থানান্তর করা হলো।

আগে, দলটি জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি মাসে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাওয়ার পাঁচ দফা দাবিতে ১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বর ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছিল। যেহেতু ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকালে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে, তাই বিকেলে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জামায়াতে ইসলামী সারাদেশের সংশ্লিষ্ট শাখাগুলোকে নির্দেশ দিয়েছে যে, ওই দুই দিন সকালে কোনোভাবেই বিক্ষোভ কর্মসূচি চলবে না।