আমীর খসরু মাহমুদ: পিআর দাবিতে আন্দোলন দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা হতে পারে

আমীর খসরু মাহমুদ: পিআর দাবিতে আন্দোলন দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা হতে পারে

রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংখ্যানুপাতিক পদ্ধতি (পিআর) দাবিতে আন্দোলনের মাধ্যমে কেউ যদি দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়, সেটি জনগণের সামনে প্রশ্ন হিসেবে এসেছে। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ — রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে কেউ দীর্ঘমেয়াদী রাজনীতি গঠন করতে পারবে না।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বনানীর সারিনা হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমীর খসরু এসব মন্তব্য করেন। তিনি বলেন, “নির্বাচন নিয়ে অনীহা থাকায় আনুপাতিক বা পিআর পদ্ধতির দাবি সামনে আসছে; কিন্তু প্রশ্ন হচ্ছে, এর মাধ্যমে তারা কি দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়?” তিনি আরো বলেন, গণতান্ত্রিকভাবে লড়তে হলে মাঠ দখল নয়, নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নেওয়াই সমাধান।

আমীর খসরু অভিযোগ করেন যে, ঐকমত্য কমিশনের আলোচনার প্রতি আন্দোলন কর্মসূচি ঘোষণাকারী দলগুলো কোনো সম্মান দেখাচ্ছে না। তিনি বলেন, “পিআর দাবিতে যে কর্মসূচি নেওয়া হচ্ছে, তা বিএনপিকে কোনোভাবেই চাপে ফেলতে পারবে না। জনগণ যেখানে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, সেখানে মাঠ দখলের বদলে ভোটের প্রচারণায় নেতৃত্ব ও কর্মীরা নেমেছে।”

উল্লেখ্য, দেশের রাজনৈতিক মহলে পিআর-ভিত্তিক ভোটব্যবস্থা, নির্বাচন পদ্ধতি এবং নির্বাচন কর্মসূচি সংক্রান্ত ব্যাপারে সমালোচনা ও আলোচনার সূত্র ধরেই নিয়মিতভাবে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান প্রকাশ পাচ্ছে।