জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে এখনও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গড়ে ওঠেনি। এ কারণে আবারও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে। সম্প্রতি কমিশনের মেয়াদ ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে, আর মেয়াদ বৃদ্ধির পর এটিই হবে প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
এর আগে, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনানুষ্ঠানিক বৈঠক করেছিল কমিশন। তবে রাজনৈতিক দলগুলো একমত না হওয়ায় ১১ সেপ্টেম্বর থেকে ৩০টি দলের সঙ্গে আবারও আনুষ্ঠানিক আলোচনা শুরু করে ঐকমত্য কমিশন।
প্রসঙ্গত, ছয়টি সংস্কার কমিশনের (সংবিধান, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও জনপ্রশাসন সংস্কার) সংস্কার প্রস্তাব নিয়ে ইতোমধ্যে দুই দফায় আলোচনায় বসে রাজনৈতিক দলগুলো। এতে মোট ৮৪টি বিষয়ে ঐকমত্য ও সিদ্ধান্ত হয়েছে। এর ভিত্তিতেই তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ, যার চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে ইতোমধ্যে পৌঁছে গেছে।
তবে বাস্তবায়নের পদ্ধতি নিয়ে মতপার্থক্যের কারণে সনদ কার্যকর হওয়া বিলম্বিত হচ্ছে। কমিশন জানিয়েছে, বাস্তবায়ন পদ্ধতি সনদের অংশ হবে না; বরং এ বিষয়ে সরকারকে আলাদা একটি সুপারিশ দেবে ঐকমত্য কমিশন।
