বাসচাপায় মা-ছেলেসহ নি'হ'ত ২, বন্ধ ছিল ঢাকা-সিলেট মহাসড়ক

বাসচাপায় মা-ছেলেসহ নি’হ’ত ২, বন্ধ ছিল ঢাকা-সিলেট মহাসড়ক

দুর্ঘটনা

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় এক নারী ও তার শিশুসন্তান নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দিনারপুর কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সাগরদীঘি পশ্চিমপাড় গ্রামের সৈয়দ আলীর স্ত্রী শামীমা আক্তার (৪৫) ও তার চার বছরের ছেলে তৌকি আহমেদ।

পুলিশ জানায়, অসুস্থ আত্মীয়কে দেখতে তারা নবীগঞ্জের সুনারু গ্রামে যাচ্ছিলেন। এসময় সিএনজি থেকে নেমে মহাসড়ক পারাপারের সময় সৌদিয়া পরিবহনের একটি দ্রুতগতির বাস মা-ছেলেকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।