সৌর ব্যতিচারের কারণে বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) এর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কমিউনিকেশন লিমিটেড (বিএসসিএল)। প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিটের আশপাশে কয়েক মিনিটের জন্য এই ব্যতিচার দেখা দিতে পারে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিএসসিএল এক বিজ্ঞপ্তিতে জানায়, জিও-স্টেশনারি স্যাটেলাইটের ক্ষেত্রে সৌর ব্যতিচার একটি স্বাভাবিক মহাকাশীয় ঘটনা, যা বছরে দুবার ঘটে। এ সময়ে সূর্য, পৃথিবী ও স্যাটেলাইট একই সরলরেখায় অবস্থান করে, ফলে স্যাটেলাইট সিগনালে সাময়িক প্রভাব পড়ে।
সম্ভাব্য সময়সূচি অনুযায়ী,
-
২৯ সেপ্টেম্বর সকাল ৯:৩৫ থেকে ৯:৩৮ মিনিট পর্যন্ত (৩ মিনিট),
-
৩০ সেপ্টেম্বর সকাল ৯:৩২ থেকে ৯:৪১ মিনিট পর্যন্ত (৯ মিনিট),
-
১ অক্টোবর সকাল ৯:৩০ থেকে ৯:৪২ মিনিট পর্যন্ত (১২ মিনিট),
-
২ ও ৩ অক্টোবর সকাল ৯:২৯ থেকে ৯:৪২ মিনিট পর্যন্ত (প্রতিদিন ১৩ মিনিট),
-
৪ অক্টোবর সকাল ৯:২৯ থেকে ৯:৪১ মিনিট পর্যন্ত (১২ মিনিট),
-
৫ অক্টোবর সকাল ৯:২৯ থেকে ৯:৪০ মিনিট পর্যন্ত (১১ মিনিট),
-
৬ অক্টোবর সকাল ৯:৩০ থেকে ৯:৩৮ মিনিট পর্যন্ত (৮ মিনিট) সম্প্রচারে বিঘ্ন ঘটতে পারে।
বিএসসিএল জানিয়েছে, সৌর ব্যতিচার সম্পূর্ণ স্বাভাবিক একটি ঘটনা এবং এ সময় তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। বর্তমানে দেশের প্রথম যোগাযোগ উপগ্রহ বাংলাদেশ স্যাটেলাইট-১ এর মাধ্যমে বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে সম্প্রচার ও টেলিযোগাযোগ সেবা প্রদান করছে বিএসসিএল।
