দুর্নীতি না বন্ধ করলে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনর্গঠন সম্ভব নয়: বদিউল আলম

দুর্নীতি না বন্ধ করলে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনর্গঠন সম্ভব নয়: বদিউল আলম

জাতীয়

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, রাজনীতি ও নির্বাচনের ক্ষেত্রে দুর্নীতি দূর করা না গেলে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনর্গঠন করা সম্ভব নয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বদিউল আলম মজুমদার বলেন, দুর্নীতি ও দুর্বৃত্তায়ন রোধ না করলে ভোট সুষ্ঠু হবে না। তিনি উল্লেখ করেন, আইনি কাঠামো ঠিক থাকলেও গত তিনটি নির্বাচনে দুর্নীতি লক্ষ্য করা গেছে।

তিনি আরও জানান, এবারের নির্বাচনের সময়ও যদি দুর্নীতি রোধ করা না যায়, তবে গণতান্ত্রিক ব্যবস্থার জোরদারকরণ সম্ভব হবে না। রাজনীতিতেও নীতিবিরুদ্ধ কার্যক্রম বন্ধ করতে হবে বলে সুজন সম্পাদক জানান। বদিউল আলম মজুমদার বলেন, রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া পুনর্গঠন করতে দুর্নীতি বন্ধ করা জরুরি।