জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও আরও পাঁচটি দল আজ বৃহস্পতিবার থেকে তিন দিনের আন্দোলন কর্মসূচি শুরু করছে। অন্য দলগুলো হলো খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।
দলগুলো সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক (PR) নির্বাচনের দাবি করছে। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাগপা এই পদ্ধতির পক্ষের, খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিসও উচ্চকক্ষে পিআর পদ্ধতির পক্ষে। তবে নেজামে ইসলাম পার্টি পিআর পদ্ধতির বিরোধী।
অভিন্ন দাবির পাশাপাশি কিছু দলের স্বতন্ত্র দাবিও রয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত আন্দোলন। এছাড়া, জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি রেখেছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি এবং জাগপা।
দলগুলো কর্মসূচি অনুসারে আজ রাজধানীতে, আগামীকাল বিভাগীয় শহরগুলোতে, এবং ২৬ সেপ্টেম্বর দেশব্যাপী জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল করবেন।
গতকাল বুধবার জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস তাদের কর্মসূচি ঘোষণা করেছে। রবিবার বাংলাদেশ খেলাফত মজলিস, এবং মঙ্গলবার নেজামে ইসলাম পার্টি, জাগপা ও বাংলাদেশ খেলাফত আন্দোলন তাদের কর্মসূচি প্রকাশ করে।
জামায়াতে ইসলামী জানিয়েছে, বিসিএস পরীক্ষার বিষয়টি বিবেচনা করে বৃহস্পতিবার ও শুক্রবারের কর্মসূচি বিকেলে পালন করা হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়েছে, বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তরে গেটে তাদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে, যেখানে নেতৃত্ব দেবেন সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই। বাংলাদেশ খেলাফত আন্দোলন জানিয়েছে, আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
