নিষিদ্ধ ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৭ নেতাকর্মী গ্রে'প্তা'র

নিষিদ্ধ ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৭ নেতাকর্মী গ্রে’প্তা’র

ঢাকা দেশ জুড়ে

নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এই নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় বিস্তারিত তথ্য পরে জানানো হবে।