উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে ব্যক্তিগত চিকিৎসক ডা. সাজ্জাদ হোসেনকে সঙ্গে নিয়ে তিনি ঢাকা ছাড়বেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দলের দফতর সম্পাদক শাকিল উজ্জামান। তিনি দেশবাসীর কাছে নুরুল হক নুরের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
গত ২৯ আগস্ট সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ ও জাপা নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নুরসহ কয়েকজন আহত হন।
পরে জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে ভর্তি করে মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং দীর্ঘ চিকিৎসার পর আইসিইউতেও রাখতে হয়। পরবর্তীতে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে ১০ সদস্যের মেডিকেল টিম তার চিকিৎসা চালিয়ে যায়। গত ১৫ সেপ্টেম্বর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাসায় ফেরেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য এবার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে তাকে।
