কিছু রাজনৈতিক দল গণতন্ত্র ব্যাহত করছে: আহমেদ আযম খান

কিছু রাজনৈতিক দল গণতন্ত্র ব্যাহত করছে: আহমেদ আযম খান

রাজনীতি

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, দেশের গণতন্ত্রকে ব্যাহত করার জন্য কিছু রাজনৈতিক দল সক্রিয়ভাবে কাজ করছে।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আহমেদ আযম খান বলেন, “কতিপয় দল দেশের সম্প্রীতিকে নষ্ট করছে। ফ্যাসিবাদীরা দেশকে ধ্বংস করেছে। আমরা দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে চাই, কিন্তু কিছু দল বাধা হয়ে দাঁড়াচ্ছে।”

তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন, আর তাকে বরণ করার জন্য দেশের মানুষ অপেক্ষা করছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তিনি বলেন, “দেশের অর্ধেক নারী সমাজকে বাদ দিয়ে রাষ্ট্র চলতে পারে না।”

এছাড়া জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রক্সি মেহেদীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালসহ অন্যান্য নেতৃবৃন্দ।