অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, জানুয়ারি মাস থেকেই শিক্ষার্থীরা নতুন বই পাবেন। বই ছাপানোর দায়িত্ব কোন প্রতিষ্ঠানকে দেওয়া হবে, তা চলতি মাসের মধ্যে চূড়ান্ত করা হবে।
রবিবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি বলেন, “বই ছাপানোর ক্ষেত্রে এবার যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। গত বছরের কিছু অনিয়মের কারণে যারা দায়িত্বে ছিল, তাদের কাজ এবার দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, টিকার ক্রয় সম্পর্কেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। “ইউনিসেফের সঙ্গে নেগোসিয়েট করে টিকার কমিশন কমানোর বিষয়টি আলোচনা করা হয়েছে। আপাতত তিন মাসের জন্য টিকা আনা হবে।”
ড. সালেহউদ্দিন জানান, পরবর্তী তিন মাসের জন্য কম্পিটিটিভ বিডিংয়ের মাধ্যমে টিকা সরবরাহ নিশ্চিত করা হবে।
