তারেক রহমান: স্বৈরাচার বিদায় নিয়েছে, জনগণের রায় ধানের শীষের পক্ষে আসবে

তারেক রহমান: স্বৈরাচার বিদায় নিয়েছে, জনগণের রায় ধানের শীষের পক্ষে আসবে

রাজনীতি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “স্বৈরাচার বিদায় নিয়েছে, দেশ থেকে পালিয়ে গেছে। তবে অদৃশ্য এক শক্তি ধীরে ধীরে মাথা তুলছে। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত যদি নেতাকর্মীরা ইস্পাতকঠিন ঐক্য ধরে রাখতে পারেন, তাহলে জনগণের রায় ধানের শীষের পক্ষেই আসবে।”

গতকাল দুপুরে কিশোরগঞ্জ সদরের পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা স্টেডিয়ামে সমবেত হন। হাজারো কর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সম্মেলন শুরু হয়।

তারেক রহমান আরও বলেন, স্বৈরাচার বিদায় হয়েছে, বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। তারা কিছু সংস্কারের প্রস্তাবনা দিয়েছে। তবে যে সংস্কারগুলো প্রস্তাবিত হয়েছে, এর প্রায় ৯৫ শতাংশ বিএনপি দুই বছরেরও আগে দেশের সামনে উপস্থাপন করেছে।

তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “কেউ যেন বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে, কেউ যেন জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে না পারে। আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জনগণ। জনগণের সঙ্গে থাকতে হবে, জনগণের পাশে থাকতে হবে এবং জনগণকে আমাদের পাশে রাখতে হবে।”

সম্মেলনে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা, যেমন:

  • বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম,

  • কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল,

  • কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। অপপ্রচার করা হচ্ছে, কিন্তু বিএনপি সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেছে। ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ হবে উন্নত, আদর্শ ও সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, কোষাধ্যক্ষ, সহসাংগঠনিক সম্পাদক ও জেলা নেতৃবৃন্দ।