সরকারি প্রাথমিক শিক্ষকরা ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর স্কেলে উন্নীত হতে পারেন

সরকারি প্রাথমিক শিক্ষকরা ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর স্কেলে উন্নীত হতে পারেন

জাতীয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর স্কেল প্রদানের বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। ৯ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় শাখা-২-এর যুগ্ম সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, সহকারী শিক্ষকদের ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর স্কেল প্রদানের বিষয়ে মতামত প্রদান করতে সচিব, অর্থ মন্ত্রণালয় ও অর্থ বিভাগকে অনুরোধ জানানো হয়েছে। এর প্রেক্ষিতে অর্থ বিভাগ থেকে মতামত পাঠানো হয়েছে।

অর্থ বিভাগের মতামত অনুযায়ী, পদের মূল বেতন স্কেল উন্নীত করা হলে, সেই তারিখ থেকে জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর অনুচ্ছেদ-৭ অনুযায়ী পদোন্নতি ব্যতিরেহই একই পদে পরবর্তী ১০ বছরে উচ্চতর গ্রেড বিবেচিত হবে।

গত নভেম্বর মাসে, দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ লাখ ৫৪ হাজারের বেশি শিক্ষকের বেতনস্কেল উন্নীত করা হয়। সেইসঙ্গে প্রধান শিক্ষকদের ১১তম গ্রেড এবং সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডের বেতন স্কেল নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এর আগে, ২৮ জুলাই, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছিল শিক্ষকদের ১৩তম গ্রেডের উচ্চ ধাপে বেতন নির্ধারণের জন্য।