সাদিয়া জাহান প্রভা দুই দশক পর বড় পর্দায়

সাদিয়া জাহান প্রভা দুই দশক পর বড় পর্দায়

বিনোদন

২০০৬ সালে মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন সাদিয়া জাহান প্রভা। অভিনয় শুরু করেন ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত নাটক ‘লস প্রজেক্ট’ দিয়ে। এরপর অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে তাকে দেখা গেছে, তবে সিনেমায় নাম লেখাননি।

অবশেষে দুই দশকের ক্যারিয়ারে প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করছেন প্রভা। তিনি অভিনয় করছেন সরকারি অনুদানপ্রাপ্ত দুটি চলচ্চিত্রে—ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’ এবং সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’।

প্রভা শুটিং নিয়ে জানালেন, “দুটিরই প্রথম লট শেষ করেছি। বৃষ্টি হচ্ছে প্রায় প্রতিদিন, ফলে দ্বিতীয় লটের শুটিং কিছুটা দেরিতে হচ্ছে। আশা করি আগামী মাসের মাঝামাঝি নতুন শিডিউল দেব।”

তিনি চলচ্চিত্র অভিজ্ঞতা সম্পর্কে বলেন, “এই প্রথম নায়িকা ফিল পাচ্ছি। সবাই খুব যত্নশীল—পরিচালক থেকে সহকারী, কেউ ছাতা ধরছেন, কেউ ডাব কেটে আনছেন। ‘দুই পয়সার মানুষ’-এর নির্মাতা ঝুমুর আসমা জুঁই আমাকে শুটিং সেটে অনেক আদর করেন। ‘দেনা পাওনা’-এর পরিচালক সাদেক সিদ্দিকীও সমানভাবে স্নেহশীল।”

ছবিতে তার চরিত্র সম্পর্কে প্রভা জানালেন, “‘দেনা পাওনা’-তে আমি গরিব পরিবারের মেয়ে। বাবার ভুলবশত বড়লোকের পরিবারের সঙ্গে বিয়ে হয়, কিন্তু যৌতুক দিতে ব্যর্থ হওয়ায় আমাকে মানসিক নির্যাতনের শিকার হতে হয়। অন্যদিকে ‘দুই পয়সার মানুষ’-এ আমি মফস্বলের মেয়ে, বাবা স্কুল শিক্ষক, জীবনে আসে এক অন্ধকার অধ্যায়।”

আগে চলচ্চিত্রে কাজ না করার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “ক্যারিয়ার শুরু হয়েছিল অল্প বয়সে। তখন পরিবার চলচ্চিত্রে যাওয়াতে রাজি ছিল না। পরে নিজে সিদ্ধান্ত নেওয়ার সময় ভালো প্রস্তাব পাওয়া যায়নি। এখন যদিও দেরি হয়েছে, তবে শুরু করেছি, দেখব কতদূর যেতে পারি।”

প্রভা আরও বলেন, “আমার ক্যারিয়ারের দুই দশক ধরে শোবিজ আমাকে অনেক কিছু দিয়েছে। ভুল করেছি, শিখেছি, থেমে যাইনি। এখনও বুকে ব্যথা লুকিয়ে হাসি রেখে এগিয়ে যাচ্ছি।”

চাকরি নিয়ে তিনি জানান, “আমি একটি ইলেকট্রিক কোম্পানির ব্র্যান্ড ডিরেক্টর। ৯টা-৫টা অফিস জীবন উপভোগ করছি। সহকর্মীরা বলেন, আমি নাকি সুপারওম্যান।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও হীন উদ্দেশ্যে ব্যবহারের প্রসঙ্গে প্রভা বলেন, “আগে মন খারাপ হতো, কাঁদতাম। এখন থেকে কেউ অনুমতি ছাড়া ছবি ব্যবহার করতে পারবে না।”

নাটকে অভিনয় কমিয়ে দেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “একই গল্প, একই ধরনের চরিত্র আর কত! এখন থেকে বেছে বেছে কাজ করতে চাই, বিশেষত ওটিটি প্ল্যাটফর্ম ও চলচ্চিত্রে।”