সিলেটে ফের ভূমিকম্প: সুনামগঞ্জের ছাতকে রিখটার স্কেলে মাত্রা ৪

সিলেটে ফের ভূমিকম্প: সুনামগঞ্জের ছাতকে রিখটার স্কেলে মাত্রা ৪

দেশ জুড়ে সিলেট

এক সপ্তাহের ব্যবধানে ফের সিলেট ভূমিকম্পে কেঁপে উঠল। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৯ মিনিটের দিকে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৪।

অবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের আবহাওয়াবিদ সজিব হোসেন জানিয়েছেন, ভূমিকম্পের মাত্রা কম হওয়ায় অনেকে টের পাননি। তিনি বলেন, “ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতক, মাত্রা ৪।”

এক সপ্তাহ আগে, গত রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৫টা ১১ মিনিটে সিলেটে আরও একটি ভূমিকম্প অনুভূত হয়। সে সময় বাংলাদেশসহ ছয়টি দেশে ভূমিকম্প অনুভূত হয়েছিল। তার মাত্রা ছিল ৫.৮, এবং উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৩৮০ কিলোমিটার দূরে।

সেই ভূমিকম্প বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, মায়ানমার, ভূটান ও চীনে অনুভূত হয়েছিল।