অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাইরের দেশে ট্যাক্স দিলে সরকারের পক্ষ থেকে ভালো সেবা পাওয়া যায়। কিন্তু বাংলাদেশে মানুষ কর দেয়ার পরও সঠিক সেবা পায় না, ফলে তাদের ক্ষোভ তৈরি হয়।
সোমবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারের শিরোনাম ছিল— ‘বাংলাদেশের বন্ড ও সুকুক বাজার উন্মোচন: রাজস্ব স্থিতি, অবকাঠামো বাস্তবায়ন ও ইসলামি মানি মার্কেট উন্নয়ন’।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “আমাদের দেশে ট্যাক্স জিডিপি রেশিও মাত্র ৭.২ শতাংশ, যেখানে ব্রাজিলে তা ২৬ শতাংশ। তারা ট্যাক্স দেয়, সেবা পায়। কিন্তু আমরা ট্যাক্স দিলেও সেবা পাই না। এতে মানুষের ক্ষোভ হওয়া স্বাভাবিক।”
তিনি আরও বলেন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো জরুরি। ট্যাক্স কমাতে কমাতে এমন অবস্থা হয়েছে যে, ভবিষ্যতে হয়তো সরকারি কর্মচারীদের বেতন-ভাতা দেয়া কঠিন হবে। তাই এনবিআরের প্রতি তার আহ্বান— “মানুষকে ভালো সেবা দিন। সেবা পেলে মানুষ ট্যাক্স দিতে আরও আগ্রহী হবে।”
অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা সরকারি-বেসরকারি প্রকল্পগুলোর অর্থায়নে ব্যাংকের ওপর অতিরিক্ত নির্ভরতা কমাতে পুঁজিবাজার শক্তিশালী করা এবং সুকুক বন্ড সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
