নতুন ৬ রাজনৈতিক দলকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন

নতুন ৬ রাজনৈতিক দলকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন

জাতীয়

বাংলাদেশে নতুন ছয়টি রাজনৈতিক দলকে নিবন্ধন দিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে অন্যতম হলো গণ-অভ্যুত্থানের পর তরুণদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, কমিশনের স্বাক্ষর সম্পন্ন হওয়ার পর এসব দলের নিবন্ধন সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হবে।

যদিও ইসি এখনো আনুষ্ঠানিকভাবে দলগুলোর নাম ঘোষণা করেনি, তবে সূত্র জানায়—চূড়ান্ত তালিকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ জাতীয় লীগসহ মোট ছয়টি দল স্থান পেয়েছে।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, “রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়টি কমিশনের বৈঠকে অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে জানানো হবে।”

এর আগে ২২টি দলের মাঠপর্যায়ের যাচাই-বাছাই সম্পন্ন হয়। গত রোববার সংশ্লিষ্ট শাখা তালিকায় স্বাক্ষর করেছে। আজ সোমবার কমিশনের অনুমোদনের জন্য ফাইল উত্থাপন করা হবে, যেখানে সংযোজন-বিয়োজন হওয়ার সম্ভাবনা রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন নিবন্ধিত দলগুলো নির্বাচনী মাঠে রাজনৈতিক ভারসাম্য ও প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করবে।