বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ১/১১’র সময়ের মতো আবারও বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে দলটিকে রাজনীতির ময়দান থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, “৫ আগস্টের পর থেকে বিএনপির বিরুদ্ধে ভয়ঙ্কর অপপ্রচার চালানো হচ্ছে। যখন আমরা সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছি, তখন সরকারের উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল বিএনপিকে টার্গেট করছে। একে আমরা ওয়ান-ইলেভেনের তত্ত্বের সঙ্গে মেলাতে পারি।”
তিনি আরও দাবি করেন, জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র এখনও চলছে। দুর্গাপূজা ঘিরে নাশকতা বা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা হতে পারে। এ জন্য সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় দলীয় নেতাকর্মীদের পূজামণ্ডপে প্রহরীর ভূমিকায় অবস্থান করার নির্দেশ দেন তিনি।
এ সময় রিজভী অভিযোগ করেন, ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে যোগ্য কর্মকর্তাদের প্রশাসনে গুরুত্বহীন করে রাখা হচ্ছে, আর ডিসি-এসপি বানানো হচ্ছে একটি বিশেষ রাজনৈতিক দলের সমর্থকদের। তিনি সিনিয়র সচিব মোখলেসুর রহমানের ভূমিকাও সমালোচনা করেন।
এর আগে জাতীয় প্রেস ক্লাবেও একই অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, “বিএনপির বিরুদ্ধে খুব কায়দা করে নানা বয়ান তৈরি করে অপপ্রচার চালানো হচ্ছে।”
অন্যদিকে, গত শনিবার কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে। তবে বিএনপি হচ্ছে সেই দল, যাকে ফিনিক্স পাখির মতো বারবার শেষ করার চেষ্টা হলেও কখনও দমন করা যায়নি।
