গর্ভাবস্থায় নির্যাতনের অভিযোগে কুমার শানুর বিরুদ্ধে প্রাক্তন স্ত্রীর বিস্ফোরক মন্তব্য

গর্ভাবস্থায় নির্যাতনের অভিযোগে কুমার শানুর বিরুদ্ধে প্রাক্তন স্ত্রীর বিস্ফোরক মন্তব্য

বিনোদন

বলিউডের জনপ্রিয় গায়ক কুমার শানু আবারও বিতর্কে। সংগীত জীবনের সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বহুবার সমালোচনার মুখে পড়েছেন তিনি। এবার তার প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য সামনে এনেছেন এক বিস্ফোরক অভিযোগ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রীতা দাবি করেন, গর্ভাবস্থায় তিনি স্বামীর নির্যাতনের শিকার হন। তার অভিযোগ, কুমার শানু ভীষণ নিরাপত্তাহীনতায় ভুগতেন এবং তাকে ঘর থেকে বের হতে দিতেন না। এমনকি গর্ভাবস্থায় আদালতে টেনে নিয়ে যেতেন। এ সময় গায়ক এক বিবাহবহির্ভূত সম্পর্কেও জড়িয়েছিলেন বলে জানান তিনি।

রীতা আরও বলেন, “গর্ভাবস্থায় আমাকে ঠিকমতো খাবার খেতে দেওয়া হতো না। শানু ঘর থেকে বের হওয়ার সময় রান্নাঘরে তালা দিত। আমাকে হাতে মাত্র ১০০ টাকা দিয়ে রাখত, যা দিয়ে সংসার চালানো অসম্ভব ছিল। এমনকি সন্তানের খাবার অর্ডার করলেও দোকানদার জানাতেন, শানুর মানা আছে।”

তিনি অভিযোগ করেন, শানুর বোনও তাকে মানসিকভাবে নির্যাতন করতেন। রীতার ভাষায়, “শানু যে ঘরে ঘুমাত, তার বোনও সেই ঘরেই থাকত। আমি সন্তানদের নিয়ে আলাদা ঘরে থাকতে বাধ্য হতাম।”

এই সাক্ষাৎকারের পর কুমার শানুর ব্যক্তিগত জীবন আবারও আলোচনায় উঠে এসেছে। যদিও গায়ক এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি।