টাঙ্গাইলের সদরে বিদ্যুৎস্পর্শে এক আইনজীবীর মৃত্যু ঘটেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে, যা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুর শিকার ব্যক্তি হলেন শরিফুল ইসলাম রাজা (৩৫)। তিনি সদরের বেড়াবুচনা সবুজবাগের প্রবাসী শান্তাহার মিয়ার বড় ছেলে। রাজা বেসরি সংস্থা সেতু এনজিও-র আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসন্তান রেখে গেছেন।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে রাজা তার ঘরের আইপিএস চেক করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তার বাবা শান্তাহার মিয়া কুয়েত থেকে দেশে এসে শরিফুলকে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে দাফন করবেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
