বিদায়ি বিসিবি বোর্ড ছাড়ছে ১,৩৯৮ কোটি টাকা

বিদায়ি বিসিবি বোর্ড ছাড়ছে ১,৩৯৮ কোটি টাকা

জাতীয়

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিদায়ি পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, তারা দায়িত্ব ছাড়ার সময় কোষাগারে ১,৩৯৮ কোটি টাকা রেখে যাচ্ছেন। এছাড়া, বিভিন্ন পক্ষের কাছে প্রায় ৪০ কোটি টাকা পাওনা রয়েছে।

২০২১ সালে নির্বাচিত এই বোর্ড তিনজন সভাপতির নেতৃত্বে কাজ করেছে। প্রথমে নাজমুল হাসান, যিনি টানা তিন মেয়াদে সভাপতি ছিলেন। এরপর ফারুক আহমেদ মাত্র ৯ মাস সভাপতির দায়িত্বে ছিলেন। সর্বশেষ, প্রায় চার মাস ধরে বোর্ডের দায়িত্ব সামলেছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

সোমবার রাত ৯টায় অনুষ্ঠিত বিদায়ি বোর্ডের শেষ সভা আড়াই ঘণ্টার নির্ধারিত সময়ের পর মধ্যরাত পর্যন্ত স্থায়ী হয়। সভা দীর্ঘ হওয়ার মূল কারণ ছিল বিসিবি নির্বাচনের কাউন্সিলর অনুমোদন এবং জাতীয় ক্রিকেটে আলোচিত বিষয়গুলো।

সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক ইফতেখার রহমান বলেন, “ফিক্সড ডিপোজিট, হাতে থাকা নগদ এবং ব্যাংক ব্যালেন্সসহ মোট প্রায় ১,৩৯৮ কোটি টাকা আমরা রেখে যাচ্ছি। এছাড়া বিপিএলের ১৮টি পক্ষের কাছে প্রায় ৪০ কোটি টাকা পাওনা রয়েছে।” তিনি আরও জানান, আরবিট্রেশন চলছে।

বিপিএল সম্পর্কেও সভায় আলোচনা হয়েছে। ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল আয়োজনের পরিকল্পনা থাকলেও, নির্বাচনের ব্যস্ততার কারণে প্রক্রিয়াটি এখনো চূড়ান্ত হয়নি। ইফতেখার রহমান বলেন, “আমরা কিছু প্রস্তুতি রেখে যাচ্ছি, তবে চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তী বোর্ডই নেবে।”