বলিউড অভিনেত্রী অমৃতা রাও জানিয়েছেন, ফারাহ খান পরিচালিত প্রথম সিনেমা ‘ম্যাঁয় হুঁ না’–এর শুটিং সেটে শাহরুখ খানের দেওয়া পরামর্শ তার জীবন ও ক্যারিয়ারে বড় প্রভাব ফেলেছে। শুটিং চলাকালীন শাহরুখ খানের উৎসাহ ও উপদেশ আজও তিনি অক্ষরে অক্ষরে মনে রাখেন।
অমৃতা জানান, শুটিংয়ের মাঝের বিরতির সময় শাহরুখ তাকে এবং তার মাকে ডেকে প্রশংসা করেছিলেন। তিনি অমৃতাকে বলেছিলেন, তার মধ্যে স্টার হওয়ার ক্ষমতা রয়েছে।
অমৃতা আরও বলেন, “শাহরুখ বলেছিলেন, ২০০টি ছবির প্রস্তাব আসবে, তবে সেখান থেকে দু’টো বেছে নিতে হবে। সেই দুটি ছবির মধ্যে থাকবে এমন একটি যা দর্শক বসে দেখবে। আমি এখনও ছবির কাজ সিলেক্ট করার সময় সেই পরামর্শ মনে রাখি, তাই আমি খুব সচেতনভাবে কাজ বেছে নিই।” বর্তমানে অমৃতাকে সম্প্রতি অক্ষয় কুমারের সঙ্গে ‘জলি এলএলবি ৩’ ছবিতে দেখা গেছে।
