বাংলাদেশ ক্রিকেট দল আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮:৩০ মিনিটে দুবাইয়ে সুপার ফোরে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামছে। এশিয়া কাপের চলতি আসরে একমাত্র অপরাজিত দল ভারত দারুণ ছন্দে আছে। অন্যদিকে, টুর্নামেন্ট থেকে বাদ পড়া শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে শুরু করেছে বাংলাদেশও।
আজকের ম্যাচ টাইগারদের জন্য এক প্রকার অগ্নিপরীক্ষা। ভারতকে হারালে ফাইনালে যাওয়ার পথে বাংলাদেশ অনেকটাই এগিয়ে থাকবে। না হারলেও আগামীকাল (২৫ সেপ্টেম্বর) পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি ‘অঘোষিত সেমিফাইনাল’ হিসেবে বিবেচিত হবে। যে দল জিতবে, তারা ফাইনালে ভারতের মুখোমুখি হবে।
সম্প্রতি দুই দল যখনই মুখোমুখি হয়েছে, উত্তেজনা থাকে তুঙ্গে। টি-টোয়েন্টি ফরম্যাটে দুই দলের মধ্যে ১৭টি ম্যাচের মধ্যে ১৬টিতে জয় এসেছে ভারতের। ভারতের মাটিতে বাংলাদেশ একবার (দিল্লি) জয় পায়। নিরপেক্ষ ভেন্যুতে ভারত ৭ বার জয়ী, বাংলাদেশ এখনও জয় পায়নি।
শেষবার বাংলাদেশ ও ভারত মুখোমুখি হয়েছিল ২০২৪ সালের ১২ অক্টোবর। ৩ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে ১৩৩ রানের ব্যবধানে হারায় ভারত। এবার টাইগাররা অঘটন ঘটিয়ে জয়লাভের চেষ্টা করবে।
