ট্রাকের ধাক্কায় পিকআপের চালক-সহকারী নি'হ'ত

ট্রাকের ধাক্কায় পিকআপের চালক-সহকারী নি’হ’ত

দুর্ঘটনা বাংলাদেশ

রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুরে দাঁড়িয়ে থাকা মালবোঝাই পিকআপ ভ্যানের পেছনে অন্য একটি ট্রাকের ধাক্কায় পিকআপের চালক ও তার সহকারী নিহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কল্যাণপুর বাজার এলাকায়।

নিহতরা হলেন কুষ্টিয়া সদরের পারখানা ত্রিমোহনীর মনসুর মোল্লার ছেলে নাজমুল (৩৫) এবং পশ্চিম মৌজমপুরের শাহিন মোল্লার ছেলে কাওসার (৩০)। তারা ঢাকামুখী সবজি বোঝাই পিকআপ ভ্যান চালাচ্ছিলেন। ঘটনাস্থলে পেছন থেকে আসা ট্রাকটি পিকআপকে ধাক্কা দিলে তারা ঘটনাস্থলেই নিহত হন।

আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানান, খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা কবলিত দুটি ট্রাক জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।