আগামী পহেলা নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন দ্বীপ। সে সময়ে দৈনিক দুই হাজার পর্যটকের আগমন অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি আরও জানান, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে পর্যটকদের রাতে থাকার অনুমতি দেয়া হবে। তবে ফেব্রুয়ারির পর আবার এই প্রবালদ্বীপ বন্ধ থাকবে।
সেন্টমার্টিন চার মাসের জন্য পর্যটকদের জন্য খোলার প্রসঙ্গে স্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করা হয়েছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, “পরিবেশকে ঝুঁকির মধ্যে রেখে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করা সম্ভব নয়।”
পর্যটন দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি জানান, সেন্টমার্টিনসহ দেশের পর্যটন উন্নয়নের জন্য নীতিমালা প্রণয়নের কাজ চলছে।
উপদেষ্টা আরও উল্লেখ করেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল যত দ্রুত চালু হবে, দেশের পর্যটন ও ব্যবসা ততই লাভবান হবে।