যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সম্মেলন চলাকালীন গাজায় যুদ্ধবিরতি নিয়ে বিশ্বনেতাদের আলোচনা থাকলেও উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন বাড়ছে।
তেলআবিবের বিমান হামলায় বুধবার (২৪ সেপ্টেম্বর) একদিনে ৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার বিভিন্ন এলাকায় নির্বিচারে বোমা হামলা এবং গুলিবর্ষণ চালানো হচ্ছে।
জাতিসংঘ জানিয়েছে, হামলার মাত্রা বাড়ায় বাস্তুচ্যুতদের মাথা গোঁজার আশ্রয়ও মেলছে না। অন্যদিকে, ইসরায়েলি সেনাপ্রধান দাবি করেছেন, হামাসের আস্তানা লক্ষ্য করেই অভিযান পরিচালনা করা হচ্ছে। নিরাপত্তার কারণে সাধারণ বাসিন্দাদের দক্ষিণে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাপ্ত খবর অনুযায়ী, চারপাশ থেকে গাজা সিটি ঘিরে ফেলেছে ইসরায়েলি বাহিনী। শহরের ভিতরে ও আশেপাশের গুরুত্বপূর্ণ এলাকা দখল করেছে তিনটি আইডিএফ ডিভিশন। সামরিক অভিযান “গিডিয়নস চ্যারিয়ট” চলছে, এবং আরও একটি ডিভিশন মোতায়েনের প্রস্তুতি চলছে। অনুমান করা হচ্ছে, ৬ লাখেরও বেশি বাসিন্দা ইতিমধ্যেই গাজা শহর ত্যাগ করেছেন। গত দুই বছরে চলা আগ্রাসনে গাজায় মৃতের সংখ্যা প্রায় ৬৫,৫০০।
