ফুটবলেও আজ সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান

ফুটবলেও আজ সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান

খেলাধুলা

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচটি অলিখিত সেমিফাইনাল হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ জয়লাভ করা দল ফাইনালে খেলার দৌড়ে এগিয়ে যাবে।

কেবল ক্রিকেট নয়, আজ ফুটবলেও পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৩টা ৩০ মিনিটে কলম্বোর রেসকোর্স মাঠে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলতে নামবে দুই দল। যে দল জিতবে, তারাই উঠবে ফাইনালে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল ইতোমধ্যে নেপাল ও শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে জায়গা করে নিয়েছে। গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা এখন পর্যন্ত প্রতিপক্ষের জালে চার গোল করেছে।

অন্যদিকে পাকিস্তান ভুটান ও মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে উঠলেও ভারতের কাছে হেরে গ্রুপ রানার্সআপ হয়।

উল্লেখ্য, একই দিনে দ্বিতীয় সেমিফাইনালে ভারত মুখোমুখি হবে নেপালের। আর সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী শনিবার (২৭ সেপ্টেম্বর)।