কক্সবাজার শহরের সাগর নিবাস রিসোর্টের রেস্টুরেন্ট থেকে ভুয়া সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা চালানো আসিফ নামের এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে ২ পদাতিক ব্রিগেডের অধীনে ৯ ইস্ট বেঙ্গল টহল দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, আসিফ দীর্ঘদিন ধরে নিজেকে অবসরপ্রাপ্ত মেজর পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে প্রতারণা চালাচ্ছিলেন। আটককালে তিনি রিসোর্টের রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজ করছিলেন এবং মেজর পরিচয়ে ২০ শতাংশ ডিসকাউন্ট দাবি করেন।
তদন্তে জানা গেছে, এ বছরের এপ্রিলেও আসিফ মেজর পরিচয় ব্যবহার করে সাগর নিবাস রিসোর্টে তিন দিন অবস্থান করেছিলেন এবং একজন ড্রাইভারকে বডিগার্ড হিসেবে ব্যবহার করেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, তিনি জাতীয় দৈনিক ‘সরেজমিন’ পত্রিকার কো-ইডিটর হিসেবে কর্মরত এবং ২০১৪ সালে ময়নামতি রেজিমেন্টে বিএনসিসিতে নিয়োজিত ছিলেন।
ব্যক্তিগত জীবনে আসিফ দুইবার বিয়ে করেছেন। দ্বিতীয় স্ত্রীকে হুমকি ও মামলার মাধ্যমে জোরপূর্বক কক্সবাজারে ভ্রমণে নিয়ে আসেন। ভুয়া সেনা কর্মকর্তা পরিচয় ব্যবহার করে তিনি বিভিন্ন স্থানে নিজস্ব সুবিধা হাসিল করতেন। পূর্ববর্তী ভ্রমণকালে তিনি সেনাবাহিনী পরিচালিত ‘বে ওয়াচ’ হোটেলসহ অন্যান্য স্থানে বিশেষ সুবিধা গ্রহণ করেছেন।
আটককৃত ব্যক্তির নাম মোঃ আসিফুর রহমান, পিতা মোখলেসুর রহমান, গ্রামের ঠিকানা পশ্চিম মেড্ডা, পশ্চিম পাইকপাড়া, থানা ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা ব্রাহ্মণবাড়িয়া।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে ২ পদাতিক ব্রিগেডের ৯ ইস্ট বেঙ্গল টহল দল কর্তৃক কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
