বার্সেলোনার দুই ফুটবলার রাফিনিয়া ও গোলরক্ষক জোয়ান গার্সিয়া চোটের কারণে দলের বাইরে থাকবেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ক্লাবের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন। চোট কাটিয়ে মাঠে ফিরতে তাকে প্রায় তিন সপ্তাহ সময় লাগবে। অপরদিকে, বাঁ হাঁটুর মেনিস্কাসে চোট পেয়েছেন গোলরক্ষক জোয়ান গার্সিয়া। শনিবার তার অস্ত্রোপচার করা হবে এবং চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।
উল্লেখযোগ্য, এই দুই ফুটবলারই চোট পান লা লিগার রিয়াল ওবিয়েদোর বিপক্ষে ম্যাচে। ম্যাচে বার্সেলোনা ৩-১ গোলে জয় লাভ করলেও একাদশের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় হারিয়েছে।
