ভারতের তামিলনাড়ুর কারুর জেলায় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে)-এর এক জনসভায় পদদলিত হয়ে অন্তত ৩৯ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যম জানায়, আহতদের মধ্যে অন্তত ৫০ জনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রায় ছয় ঘণ্টা ধরে বিজয়ের আগমনের অপেক্ষায় ছিলেন সমর্থকরা। দেরিতে তিনি মঞ্চে পৌঁছালে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিস্থিতি সামাল দিতে বিজয় বক্তব্য বন্ধ করে পানির বোতল বিতরণের চেষ্টা করলেও এর আগেই হুড়োহুড়িতে বহু মানুষ পদদলিত হন।
পুলিশ জানায়, ওই সভায় অন্তত ৩০ হাজার মানুষ উপস্থিত ছিলেন। ভিড় এতটাই তীব্র ছিল যে অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছাতে বেশ বেগ পেতে হয়।
ঘটনার পর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন জরুরি তদারকি নির্দেশ দেন এবং স্বাস্থ্য মন্ত্রী এম সুব্রামনিয়ান ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে, ক্ষমতাসীন ডিএমকে দল বিজয়ের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিভিন্ন রাজনৈতিক নেতা টুইট বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন। উল্লেখ্য, এর আগে চলতি মাসের শুরুতেও থালাপতি বিজয়ের সমাবেশে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল।
