শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশের পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে ৭১ হাজার ৬৬ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এবার সারাদেশে প্রায় ৩২ হাজার মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পুলিশ সদর দপ্তর জানায়, উৎসব ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। প্রতিটি মণ্ডপে পূজা উদযাপন কমিটি, পুলিশ ও আনসার বাহিনীর যৌথ সমন্বয়ে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি মাসের শুরু থেকে কয়েকটি স্থানে ছোটখাটো ঘটনা ঘটলেও পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। এসব বিচ্ছিন্ন ঘটনা মূলত ব্যক্তিগত দ্বন্দ্ব, স্থানীয় বিরোধ বা সাধারণ অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে ঘটেছে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিবৃতির বরাত দিয়ে জানানো হয়, ২ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ৯টি ঘটনায় তিনটিতে জিডি এবং ছয়টিতে মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জন আসামি গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে ৩ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।
পুলিশ সদর দপ্তর জানায়, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রক্ষায় তারা দৃঢ়প্রতিজ্ঞ এবং দুর্গাপূজাকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
