বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, কিছু বিশেষ মহল সংসদ নির্বাচন ঠেকাতে নতুন নতুন দাবি তুলে বিভ্রান্তি সৃষ্টি করছে। তারা মনে করছে নির্বাচন হলে তাদের ভবিষ্যৎ নেই। কিন্তু এ ধরনের চেষ্টা ব্যর্থ হবে, কারণ তারা “বোকার স্বর্গে বাস করছে।”
রবিবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী লেখক ফোরামের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, “দেশের মানুষ গত ১৬ বছর ধরে আন্দোলন করেছে নিজের মতামত ও অধিকার রক্ষার জন্য। সেই অধিকার রক্ষার একমাত্র পথ নির্বাচন। আসুন নির্বাচনের মাধ্যমে যাচাই করি কার জনপ্রিয়তা কতটুকু।”
তিনি বলেন, অচিরেই একটি নির্বাচন হতে হবে, যার মাধ্যমে সংসদ ও সরকার গঠন হবে। অন্তর্বর্তীকালীন সরকার বা জনগণের ওপর চাপিয়ে দেওয়া কোনো প্রক্রিয়া গ্রহণযোগ্য হবে না।
সাবেক এই সংসদ সদস্য বলেন, “আমরা সরকারকে টিকিয়ে রেখেছি একটি ভালো নির্বাচনের প্রত্যাশায়। স্বল্প সময়ে নির্বাচন আয়োজনের জন্য যা যা দরকার, তা সরকারকে করতে হবে।”
তিনি আরও বলেন, বাংলাদেশকে কোনো বিদেশি শক্তি দখল করতে পারবে না। বাংলাদেশিরা বীরের জাতি, যারা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে দুদু বলেন, “১৬ বছরের দমন-পীড়নের কারণে আজ শেখ হাসিনার পতন ঘটেছে। এটাই সময়ের প্রতিশোধ।”
সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি কবি শাহীন রেজা। এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলামসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
