প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা করে বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনের মেরিয়ট মার্কুইসে অনুষ্ঠিত ‘এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিজ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অধ্যাপক ইউনূস বলেন, “আমাদের অর্থনীতি একেবারে নিচে নেমে গিয়েছিল। প্রবাসীদের রেমিট্যান্সই অর্থনীতিকে শক্তিশালী করেছে এবং বাঁচিয়ে রেখেছে।”
তিনি প্রবাসীদের আত্মবিশ্বাসের সঙ্গে বিনিয়োগ ও ধারণা নিয়ে দেশে আসার আহ্বান জানান। পাশাপাশি জানান, আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশে পর্যাপ্ত তরুণ জনশক্তি রয়েছে। বিদেশি কোম্পানিগুলোকে বাংলাদেশে কারখানা স্থানান্তর করে এ মানবসম্পদ কাজে লাগাতে এবং বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।
আঞ্চলিক সহযোগিতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, নেপাল, ভুটান ও ভারতের সাত রাজ্য স্থলবেষ্টিত। যদি বাংলাদেশ তাদের জন্য সমুদ্রবন্দর উন্মুক্ত করে, তবে সবাই উপকৃত হবে এবং বাংলাদেশ হবে অর্থনৈতিক কেন্দ্রবিন্দু।
তিনি কক্সবাজার-মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ও বঙ্গোপসাগরের গ্যাস সম্পদ অনুসন্ধানের দিকেও গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপি নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী ও প্রবাসী প্রতিনিধি বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্লেনারি সেশন, প্যানেল আলোচনা, ডিজিটাল অ্যাপ উদ্বোধন এবং প্রবাসী সম্পৃক্ততার নানা আয়োজন ছিল। এতে প্রবাসীরা সরাসরি মতামত ও অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ পান।
