শাকিব খান ফিরলেন দেশে, নতুন সিনেমা ‘সোলজার’-এর জন্য ধরা দিলেন নতুন লুকে

শাকিব খান ফিরলেন দেশে, নতুন সিনেমা ‘সোলজার’-এর জন্য ধরা দিলেন নতুন লুকে

বিনোদন

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকার পর দেশে ফিরেছেন শাকিব খান। নতুন সিনেমা ‘সোলজার’-এর শুটিং শুরু করতে শাকিব ইতোমধ্যে প্রস্তুতি নিচ্ছেন। সামাজিক মাধ্যমে তিনি নতুন লুকে ছবি প্রকাশ করে নেটিজেনদের নজর কাড়েন। সবুজ রঙের পোশাক ও চাপা দাড়ি শাকিবের এই লুক প্রকাশ করছে যে, তিনি ‘সোলজার’-এ অভিনয়ের জন্য নতুনভাবে নিজেকে সাজিয়েছেন।

‘সোলজার’ সিনেমার শুটিং শুরু হবে আগামী ৫ অক্টোবর। শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান, তিশা, ঐশী ও এবিএম সুমন। সিনেমাটির কাস্টিংয়ে রয়েছে কিছু চমক।

এই ছবি দেশপ্রেম ও অ্যাকশনভিত্তিক গল্পের উপর নির্মিত হবে। দেশের পাশাপাশি থাইল্যান্ডে শুটিং হওয়ার পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ‘সোলজার’-এ দেশের দর্শকরা নতুন আধুনিক ও সমসাময়িক দেশপ্রেমের গল্প দেখতে পাবেন।

ছবিতে দেশ-বিদেশের শতাধিক বেস্ট টেকনিক্যাল টিম কাজ করছে। ফাইট ডিরেক্টর হিসেবে থাকছেন হলিউড-বলিউডে নিয়মিত কাজ করা একজন পেশাদার। সিনেমাটোগ্রাফার হিসেবে দায়িত্বে থাকবেন কামরুল হাসান খসরু, যিনি আগে ‘মনপুরা’, ‘হাওয়া’ ও ‘দেবী’ সিনেমার কাজ করেছেন।