সচিবালয়ে এমপিওভুক্তির দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অনশন

সচিবালয়ে এমপিওভুক্তির দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অনশন

শিক্ষা

সচিবালয়ের শিক্ষা উপদেষ্টার দপ্তরের সামনে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা এমপিওভুক্তির দাবিতে অনশন শুরু করেছেন। রবিবার দুপুর থেকে বাংলাদেশ নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান পরিষদের ব্যানারে এই কর্মসূচি চলছে।

অনশনকারীরা জানান, “আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমাদের একটাই দাবি—সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হোক। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চলবে।”

পরিষদের সভাপতি মো. জমির উদ্দিন চৌধুরী বলেন, “দীর্ঘ ২০-২৫ বছর আমরা বেতন ছাড়াই সেবা দিয়ে যাচ্ছি। এমপিওভুক্তির জন্য আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু তা বাস্তবায়ন করা হয়নি।”

তিনি আরও জানান, “সচিবালয়ে আমাদের অনেক আত্মীয় এবং শিক্ষার্থী থাকায় তাদের মাধ্যমে আমরা পাশ নিয়ে দপ্তরে প্রবেশ করেছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এখানেই অবস্থান করব।”এক্ষেত্রে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছেন।