শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়। তবে নির্ধারিত সময়সীমার (১৬-২৭ সেপ্টেম্বর) প্রথম ১২ দিনে বেনাপোল স্থলবন্দর দিয়ে গেছে মাত্র ৯৯ টন ইলিশ এবং আখাউড়া বন্দর দিয়ে গেছে আরও ৩৭ টন।
সরকার আগামী ৫ অক্টোবর পর্যন্ত ইলিশ রফতানির সময়সীমা বেঁধে দিয়েছে। হাতে থাকা এক সপ্তাহে অনুমোদিত পুরো চালান ভারতে রফতানি করা সম্ভব হবে কি না, তা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ব্যবসায়ীরা জানান, এ বছর ইলিশের দাম বেশি হওয়ায় রফতানি তুলনামূলক কম হচ্ছে। প্রতি কেজি ইলিশের রফতানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২.৫০ মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ১,৫২৫ টাকা)। ফলে চাহিদা থাকলেও পুরো কোটা পূরণ করা কঠিন হয়ে পড়ছে।
গত বছর ৭৯টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৪৫০ টন ইলিশ রফতানির অনুমতি দেওয়া হলেও শেষ পর্যন্ত বেনাপোল ও আখাউড়া বন্দর দিয়ে মাত্র ৬৩৬ টন রফতানি হয়েছিল।
উল্লেখ্য, দেশের অভ্যন্তরীণ চাহিদা ও উৎপাদনের ঘাটতি থাকা সত্ত্বেও প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষে বিশেষ বিবেচনায় ভারতকে ইলিশ রফতানির অনুমতি দিয়ে আসছে বাংলাদেশ সরকার (শুরু ২০১৯ সাল থেকে)।
